এবার প্রাথমিক স্কুল খুলতে প্রস্তুতির নির্দেশ
মাধ্যমিকের পর এবার প্রাথমিক পর্যায়ের স্কুল খুলতে প্রস্ততি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির পর যেকোন দিন স্কুল খুলতে প্রস্তুত থাকতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
রোববার (২৪ জানুয়ারি) রাতে জারি করা এক নির্দেশনায় করোনাভাইরাস পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর কথা বলেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মতো নির্দিষ্ট গাইডলাইন না থাকলেও শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই স্কুলগুলোতে যেন পাঠদান কার্যক্রম শুরু করা যায় সেই প্রস্তৃতি সম্পন্ন করতে বলা হয়েছে নির্দেশনায়।
এর আগে ২২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক নির্দেশনায় যেকোন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি নিতে বলে।
নির্দেশনায় বলা হয়, শুধু করোনাকালীন সমস্যা মোকাবিলা নয়, মুজিববর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে।
আরও বলা হয়, করোনা চলাকালে শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করতে একটি গাইডলাইনও প্রকাশ করে মাউশি।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (কওমি মাদ্রাসা ছাড়া) বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েক ধাপে ছুটি বাড়ায় সরকার। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।
এনএম/এসআরএস