করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি ১১ নভেম্বর ও এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে। এ দিন থেকে পরীক্ষা শুরু করতে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে রুটিন প্রকাশ করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ১১ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে দু-একদিনের মধ্যেই পরীক্ষার বিষয়ে বিস্তারিত ‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে বোর্ডের।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এসএম আমিরুল ইসলাম ঢাকা পোস্টকে‌ বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন এখনও চূড়ান্ত হয়নি। ১১ নভেম্বর এসএসসি এবং ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি আমাদের শেষ পর্যায়ে। পরীক্ষা শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে ফল প্রকাশ করার প্রস্তুতি রয়েছে।

জানা গেছে, করোনার কারণে এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধুমাত্র ঐচ্ছিক বিষয়ে অনুষ্ঠিত হবে। আবশ্যিক বাংলা, ইংরেজি ও ধর্ম-এসব বিষয়ে পরীক্ষা হবে না। শুধুমাত্র গ্রুপভিত্তিক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা শুধু তাদের ‘ঐচ্ছিক’ বিষয়গুলোর পরীক্ষায় অংশ নেবে। চতুর্থ বিষয়সহ তিনটি বিভাগের মোট ১২টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ২৩ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। গতবছর এ পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এ হিসেবে এবার প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী বেড়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৮ লাখ তিন হাজার ৩৭৩ জন। এর মধ্যে ঢাকা বোর্ডে চার লাখ ৭১ হাজার ৮২২ জন, রাজশাহীতে দুই লাখ সাত হাজার ৬৪৭ জন, কুমিল্লায় দুই লাখ ২২ হাজার ৬৪৮ জন, যশোরে এক লাখ ৮১ হাজার ১৮৫ জন, চট্টগ্রামে এক লাখ ৬০ হাজার ৪৯২ জন, বরিশালে এক লাখ ১৪ হাজার ৪৯২ জন, সিলেটে এক লাখ ২০ হাজার ৯৩৯ জন, দিনাজপুরে এক লাখ ৯৩ হাজার ৪৪৬ জন ও ময়মনসিংহ বোর্ডে এক লাখ ৩০ হাজার ৭০২ জন পরীক্ষার্থী রয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় তিন লাখ এক হাজার ৭৫২ জন। কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালসহ এবার মোট এসএসসি পরীক্ষার্থী প্রায় ২৩ লাখ।

এনএম/এসএসএইচ