স্কুলের সামনে অভিভাবকদের জটলা না করার আহ্বান প্রতিমন্ত্রীর
স্কুলের সামনের অভিভাবকদের জটলা না করার পরামর্শ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, এখনো করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। আমি অভিভাবকদের বলবো, তারা যেন শিক্ষার্থীদের মত মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে স্কুলে আসেন।
রোববার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষের স্বাস্থ্যবিধি পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রতিমন্ত্রী বলেন, আজকের পরিবেশ দেখে আমার মনে হচ্ছে নতুন একটা দিন শুরু হয়েছে। বাচ্চারা আনন্দ-উল্লাস করছে। খুবই ভালো লাগছে। বাচ্চারা অনেক সচেতন। প্রতিটি শিক্ষার্থী শারীরিক দূরত্ব বজায় রেখে পাঠদানে অংশ নিয়েছে। তারা সবাই মাস্ক পরে এসেছে। অনেকে সঙ্গে করে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এসেছে। আমরা চাই, এ পরিবেশ অব্যাহত থাকুক।
বন্যা কবলিত এলাকায় কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে বন্যায় আশ্রয় কেন্দ্র আছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে, সেগুলো ছাড়া সব স্কুল চালু রেখেছি।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের মনিটরিং টিম দেখভাল করছে। তাছাড়া শিক্ষার্থীরদের আমরা কাউন্সেলিং করছি নিজ নিজ বাসা-বাড়ি পরিস্কারের জন্য। তবে করোনা পরিস্থিতি এখন পুরো শেষ হয়ে যায়নি, তাই অভিভাবকদের বলবো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অযথা জটলা করাবেন না। শিক্ষার্থীরা যেমন শারীরিক দূরুত্ব মানছেন, আপনারাও সেটা মেনে চলুন।
এসময় উপস্থিত ছিলেন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা খানমসহ স্থানীয় কাউন্সিলর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এসআই/এসএম