প্রথমে ৪-৫ ঘণ্টা ক্লাস, বাড়বে পর্যায়ক্রমে
আগামী ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেদিনই শুরু হবে ক্লাস। শুরুর দিকে শ্রেণীকক্ষে ক্লাস হবে চার থেকে পাঁচ ঘণ্টা। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব তথ্য জানান
তিনি বলেন, প্রথমে আট ঘণ্টা ক্লাস না করে হয়তো চার বা পাঁচ ঘণ্টা করে ক্লাস হবে। পর্যায়ক্রমে এ সময়সীমা আরও বাড়ানো হবে।
বিজ্ঞাপন
১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহে কারো ছয় দিন আবার কারো মাত্র এক দিন ক্লাস করতে হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, যারা এবার এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা দেবে, এবং যারা আগামী বছর এ দুই পরীক্ষা দেবে, তারা প্রতিদিন ক্লাসে আসবে (শুক্রবার বাদে)।
প্রাথমিকের ক্ষেত্রে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন এবং বাকিদের এক দিন ক্লাস করতে হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা শুরুতে সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে।
এর কারণ হিসেবে তিনি বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য এটি করা হচ্ছে। একই ক্লাসের শিক্ষার্থীদের হয়তো দুটি বা প্রয়োজনে তিনটি শ্রেণিকক্ষে বসাতে হবে।
এসএইচআর/আরএইচ