আবার পেছাল ডুয়েটের ভর্তি পরীক্ষা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা ফের পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আবেদনপত্র জমা, প্রবেশপত্র ডাউনলোডের সময়ও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) ডুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
গত ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। করোনার সংক্রমণ না কমায় দুই মাস পিছিয়ে ৫ ও ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। এখন ভর্তি পরীক্ষার দিনক্ষণ আরেক দফায় বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ভর্তি আবেদনের ও প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা। যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টায়। ভর্তি পরীক্ষা হবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর। ফল প্রকাশ করা হবে ১০ অক্টোবর বিকেলে ৪টায়।
এনএম/এসএসএইচ