সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ থেকে ১০ম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ২০২১ সালের জানুয়ারি থেকে জুন কিস্তি এবং ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জুলাই থেকে ডিসেম্বর কিস্তির টাকা ছাড়া হয়েছে।

বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এ অর্থ ছাড়া হয়েছে।

এ উপবৃত্তির আওতায় ২০২১ সালের জানুয়ারি থেকে জুন মাসের কিস্তিতে ষষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা পাবেন ১২০০ টাকা। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পাবেন ১৫০০ টাকা। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পাবেন ১৮০০ টাকা। দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবেন ৩৯০০ টাকা। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা পাবেন ৩৬০০ টাকা।

২০২০ সালের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবেন ৩৯০০ টাকা। অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা পাবেন ৩৪০০ টাকা।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকের একাউন্টে উপবৃত্তির অর্থ দেওয়া হয়েছে। উপবৃত্তির অর্থ উত্তোলনের জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের আলাদা কোন ফি দিতে হবে না। এক্ষেত্রে কেউ ফি দাবি করলে hsp.sstipend@gmail.com -এ মেইলে লিখিত অভিযোগ জানাতে বলা হয়েছে।

এনএম/এসএম