১৩৫ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

দেশের ১৩৫টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত ৩টি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুব আলম এসব প্রজ্ঞাপনে সই করেন।

সে অনুযায়ী, অধ্যাপক পদমর্যাদার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাদের দেশের ১৩৫টি সরকারি কলেজে অধ্যক্ষ পদে বদলিভিত্তিক পদায়ন করা হয়েছেন। 

নতুন দায়িত্ব পাওয়া অধ্যক্ষদের তাদের বর্তমান কর্মস্থল থেকে আগামী ১৭ এপ্রিলের মধ্যে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা অবমুক্ত না হলে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন বলেও উল্লেখ করা হয়েছে।  
নতুন অধ্যক্ষদের তালিকা দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট করুন। 

আরিএইচটি/এনএফ