বিনামূল্যের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার

আগামী শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে বইয়ের চাহিদা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়িসহ দেশের  স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে এ তথ্য চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সব অঞ্চলের উপ-রিচালকদের কাছ থেকে চাহিদা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা অনলাইনে দাখিল সংক্রান্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম নিতে নির্দেশ দেওয়া হলো। এর আগে এনসিটিবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালকের কাছে এবতেদায়িসহ মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের চাহিদা চেয়ে পত্র দেয়। 

এনসিটিবির গত ২৫ মার্চের পত্রে বলা হয়েছে, দেশের সব শিক্ষার্থীর মধ্যে ২০২৬ শিক্ষাবর্ষের বিন্যমূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ করে ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যে সরবরাহের বিষয়টি সরকারের একটি অগ্রাধিকার ও জনগুরুত্বপূর্ণ কার্যক্রম।

এনএম/এনএফ