জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয়গুলোকে একসঙ্গে স্বীকৃতি ও এমপিও প্রদানসহ ১১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। 

মঙ্গলবার (১ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তার ফুটপাতে তারা অবস্থান কর্মসূচি শুরু করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। 

শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হচ্ছে— বিদ্যালয়ের নিয়োগের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান করা; বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান; প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা; ছাত্র-ছাত্রীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা; বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা; বিদ্যালয়গুলো নিয়মিত মনিটরিং করা; শিক্ষক-কর্মচারীদের মানোন্নয়নমূলক ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা; বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ করা; আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহ, থেরাপি সেন্টার চালু করা এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান করে আত্মনির্ভরশীল জীবনযাপনের নিশ্চয়তা প্রদান করা।

অবস্থান কর্মসূচিতে সমিতির আহ্বায়ক মো. আরিফুর রহমান অপুসহ সারাদেশের বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শতাধিক শিক্ষক উপস্থিত আছেন।

এমএইচএন/এইচকে