সামাজিক পরিবর্তন নিয়ে গবেষণায় ফেলোশিপ পেলেন ৩ শিক্ষক

সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে গবেষণা পরিচালনার জন্য পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষককে ফেলোশিপ প্রদান করা হয়েছে।

সামাজিক ও আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ইউজিসি-ইউনিসেফ-এর যৌথ প্রোগ্রামের আওতায় এই ফেলোশিপ প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ-এর সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় গবেষণার জন্য নির্বাচিত ফেলোদের তালিকা প্রকাশ করা হয়।

এসবিসি বিষয়ে গবেষণা ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা পারভীন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব ও প্রফেসর ড. মো. সাইদুর রহমান, ইউনিসেফ-এর প্রতিনিধি খন্দকার লুৎফুল খালেদ, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, ইন্টারন্যাশনাল কোলাবরেশান বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভীনসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ নির্বাচিত ফেলোদের স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে গবেষণাকর্ম পরিচালনার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন গবেষণার ফলাফল সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে সঠিক কার্যক্রম গ্রহণ এবং নীতি প্রণয়নে সহায়ক হবে।

গবেষণা কর্মের সফলতার ওপর পরবর্তী কার্যক্রম চলমান থাকার বিষয়টি নির্ভর করছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। তিনি সমাজের প্রয়োজনে গবেষণার ফল প্রকাশ ও প্রচার করা হবে বলে মন্তব্য করেন।

ইউজিসি সদস্য এবং গবেষণা প্রস্তাব মূল্যায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রতিযোগিতামূলক ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে তিনজন গবেষককে ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়েছে। 

তিনি বলেন, তাদের গবেষণার ফলাফল সামাজিক আচরণের মৌলিক পরিবর্তনে ভূমিকা রাখবে। তিনি তার বক্তব্যে একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই গবেষণার ফলাফল সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

এছাড়া অনুষ্ঠানে এসবিসি বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রোগ্রাম বাস্তবায়নে গঠিত কোর কমিটির সদস্য ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র লেকচারার শারমিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের কনসাল্ট্যান্ট ড. তৌহিদ হোসেন খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে গবেষণা পরিচালনার জন্য আগ্রহীদের নিকট থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করে ইউজিসি। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ১২০ জন শিক্ষক ও গবেষক গবেষণা প্রস্তাব জমা দেন। প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে ৫ জনের একটি মূল্যায়ন কমিটি যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়ন শেষে তিনজন শিক্ষককে ফেলোশিপের জন্য মনোনীত করে

এনএম/এমএন