এবার পহেলা জানুয়ারি কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই উঠলেও প্রাথমিক-মাধ্যমিকের অনেক শিক্ষার্থীর কাছে পৌঁছায়নি নতুন বই। তবে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

বৃহস্পতিবার এনসিটিবির ওয়েবসাইটে (nctb.gov.bd) দেখা যায়, প্রাথমিক-মাধ্যমিকের বই পিডিএফ আকারে ডাউনলোড করা যাচ্ছে। বাংলা ভার্সনের সঙ্গে রয়েছে ইংরেজি ভার্সনও।

পিডিএফ ডাউনলোডের করবেন যেভাবে

ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকার বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে হবে। এখানে প্রাথমিক স্তর ও মাধ্যমিক স্তরের দুটি আলাদা লিংক পাওয়া যাবে। ক্লিক করলে সেখানে সব বইয়ের তালিকা এবং ডাউনলোড অপশন দেখা যাবে।

ডাউনলোডে ক্লিক করে বইয়ের পিডিএফ ভার্সন নামিয়ে নেওয়া যাবে।

এবার অনেক শিক্ষার্থীই বছরের প্রথম দিনে নতুন বই স্পর্শ করতে পারেনি। পহেলা জানুয়ারি থেকে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার জন্য জেলায় জেলায় শিক্ষা অফিস কাজ করলেও বই সংকটের কারণে বিতরণ অনুষ্ঠানে ভাটা পড়েছে।  

এমজে