বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ৩০টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি জানান, এ বছর ৩০ টির মতো আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। শিক্ষার্থীদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতার কারণেই এমনটি হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনের সংখ্যা তুলনামূলক কম।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগে আসন রয়েছে ১৩৯৫ টি। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ৭১৬টি, বি ইউনিটে (মানবিক) ৩৬৬টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা) ৩১৩টি আসন রয়েছে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

শিপন তালুকদার/এআইএস