অবসরত্তোর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। পিআরএল এ যাওয়ার সুবিধার্থে তাকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক তপন কুমার সরকারকে পিআরএল এ গমণের সুবিধার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে প্রেষণে প্রত্যাহার ক্রমে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো।

উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের পদার্থবিদ্যার অধ্যাপক তপন কুমার সরকার ২০২২ সালের মে মাসে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন পান। এর আগে তিনি একই বোর্ডের সচিব পদে কর্মরত ছিলেন। তিনি একজন শিক্ষা ক্যাডারে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

এনএম/এসএম