ইউজিসির নতুন সদস্য বুয়েট অধ্যাপক সাইদুর
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
রোববার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
চারটি শর্তে অধ্যাপক সাইদুর রহমানকে পূর্ণকালীন সদস্য করা হয়েছে।
আরও পড়ুন
এগুলো হলো—তার নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন। তার অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ যা ছিল ওই পরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন, কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
৫ আগস্টের পর ইউজিসির চেয়ারম্যানসহ সব সদস্যরা পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এসএম ফায়েজ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর আরও দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়। সাইদুর রহমানসহ মোট তিনজন সদস্য পেয়েছে কমিশন। এখনও একজন সদস্য বাকি রয়েছে।
এনএম/এমএসএ