রেজিস্ট্রেশনে বাদপড়া নবম শ্রেণির শিক্ষার্থীরা সময় পেল পাঁচদিন
নির্ধারিত সময়ে মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীরা আগামীকাল ৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তারা ১০ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিলম্ব ফি দিতে হবে না।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে দায় প্রধান শিক্ষককে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
এতে আরও বলা হয়, ২০২৩-২০২৪ খ্রিষ্টাব্দের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছিলো। বিভিন্ন কারণে বাদপড়া শিক্ষার্থী ও বোর্ড পরিবর্তনের মাধ্যমে আসা শিক্ষার্থীদের ৫ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে।
এছাড়া নির্ধারিত তারিখের পর কোনো অবস্থায় কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে
এনএম/এমএসএ