৪৩তম বিসিএসের ৮১ প্রার্থীর আবেদন বাতিল
ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসে আবেদন করায় ৮১ জন প্রার্থীর আবেদনপত্র বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একইসঙ্গে ৩০ জুনের মধ্যে এসব প্রার্থীকে আবার অনলাইনে আবেদন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের ফরম পূরণ করা আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ করার পরিপ্রেক্ষিতে কমিশন কর্তৃক ৮১ জন প্রার্থীর উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর বাতিল করা হয়েছে। এসব প্রার্থীকে ৩০ জুনের মধ্যে নতুন করে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনুমতি দিয়েছে।
এসব প্রার্থীকে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৬ মার্চ ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসে আবেদন করায় ৮৫ জন প্রার্থীর আবেদনপত্র বাতিল করে পিএসসি। তাদের ৩০ মার্চের মধ্যে আবার অনলাইনে আবেদন করার জন্য অনুমতি দেওয়া হয়।
বাতিল হওয়া রেজিস্ট্রেশন নম্বরগুলো-
11169991, 11014391, 11122651., 11102783, 11151224, 11166064, 11069403, 7tt79239, 11165301, 14014599, 14004079, 11074806, 11105935, 11085025, 11176858, 15008987, 11172945, 11057472, 11118653, 11057299, 11168780, 13016149, 14002632, 11168004, 13022055, 11045446, L1,1.75406, 11800531, 13800904, 11800027, 18800614, 118008004, 11800283, 11800859, 11800267, 11800457, 13800097, 17013199, 11047274, 18013732, 14012934, 11154330, 13002218, 11089697, 11072258, 11004345, 13003086, 11145003, 11126685, 11029565, 11029488, 11149163, 11.082967, 71127809, 18010480, 13018090, 11013750, 1.1083287, 11056825, 11010158, 11093552, 11040736, 12027788, 11093431, 11014383, 1.1018300, 17073288, 16011013, 11064630, 11800341, 11084115, 11013307, 1,1086732, 12006016, 11075240, 11800643, 12022602, 11029781. 11145232, 17020710, 11071460= ৮১জন
এনএম/এসএসএইচ