স্কুলে ভর্তিতে নয় দিনে আবেদন ৬ লাখ ছাড়াল
দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে গত ১২ নভেম্বর। এর মধ্যে প্রথম ৯ দিনে (১২-২০ নভেম্বর) ৫ লাখ ৭৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী ৯ লাখ ৩৩ হাজার ২৮২টি স্কুল পছন্দ দিয়েছে। আজকের হিসাবসহ ধরলে এ আবেদন সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্কুল শাখা বলছে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে সরকারি স্কুলগুলোতে। সরকারি স্কুলের মধ্যে ৪ লাখ ৫৭৬ জন শিক্ষার্থী ৬ লাখ ৩ হাজার ৪৬৯টি স্কুল পছন্দ দিয়েছে। অন্যদিকে বেসরকারি স্কুলে ১ লাখ ৭ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ৩ লাখ ২৯ হাজার ৮১৩টি স্কুল পছন্দ দিয়েছে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি স্কুল পছন্দ দিতে পারে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞাপন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপ-পরিচালক আজিজ উদ্দিন জানান, আগামী ৩০ নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ হবে। সর্বশেষ বুধবার সন্ধ্যা পর্যন্ত
তিনি জানান, প্রথম দিনের আবেদনের সংখ্যা কম ছিল এখন আস্তে আস্তে বাড়ছে। ঝামেলা ছাড়াই এবার শিক্ষার্থীরা স্কুল ভর্তির আবেদন করতে পারছে।
মাউশির সূত্রমতে, এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি। কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মোট আসনের মধ্যে ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে আছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসন। এর বিপরীতে আবেদন করেছে ৫৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী।
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া; চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম ধাপে অপেক্ষমাণ তালিকা থেকে ২২-২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা থেকে ভর্তি চলবে ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত।
এনএম/এমএ