সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সেজন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য শিক্ষক পদের তালিকা চেয়েছে প্রতিষ্ঠানটি। সেই তালিকা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর শূন্য পদের তালিকা দেওয়া যাবে।

সোমবার (১১ নভেম্বর) এনটিআরসিএ পরিচালক কাজী কামরুল আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই সময়ের মধ্যে আগামী তিন বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্যও দিতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা। আর শূন্যপদের তথ্য দেওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে। এর আগে এই কার্যক্রমের শেষ সময় ছিল ১০ নভেম্বর।

এতে বলা হয়, এনটিআরসিএর ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শূন্যপদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন এবং ৩ বছরের শূন্যপদের তথ্য দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল ১০ নভেম্বর। এই সময়সীমা আগামী ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। অনলাইনে চাহিদা বা ই-রিকুইজিশন দেওয়ার পর পরবর্তী ৩ দিনের মধ্যে ফি জমা দিতে হবে।

এনএম/এমএ