ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ কাউন্সিলের একটি প্রতিনিধি দল।
সোমবার (১১ নভেম্বর) ইউজিসিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎকালে ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশন মডেলের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা কীভাবে সামাজিক ও আর্থিক সুবিধাপ্রাপ্ত হবে তার বিস্তারিতভাবে তুলে ধরেন। এ বিষয়ে একটি পলিসি ডায়ালগ আয়োজনের ওপর তারা গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন
সাক্ষাৎকালে স্টিফেন ফোর্বস ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। এক্ষেত্রে জয়েন্ট ডিগ্রি, ডুয়াল ডিগ্রি, কোয়ালিটি অ্যাসিওরেন্স সেন্টার, টিচিং-লার্নিং ও গবেষণা সহযোগিতা প্রদানে তিনি আশ্বাস দেন।
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিকীকরণ, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা খাতে একাডেমিক অংশীদারিত্ব তৈরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন বিষয়ে এসময় আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে প্রফেসর ফায়েজ বলেন, ইউজিসি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
প্রফেসর তানজীমউদ্দিন খান বলেন, ট্রান্সন্যাশনাল হায়ার এডুকেশনের আওতায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠিত হলে বাংলাদেশি শিক্ষার্থীদের অর্থ ব্যয়ের একটা অংশ দেশের সীমানার ভেতরে থাকবে। এক্ষেত্রে অর্থের একটা অংশ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোও পাবে। মানসম্মত উচ্চশিক্ষায় ভূমিকা গ্রহণের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
প্রফেসর আনোয়ার হোসেন বলেন, মানসম্মত উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার সঙ্গে সমাজ, প্রকৃতি ও সাধারণ মানুষের সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একইসঙ্গে শিক্ষার আন্তর্জাতিকীকরণে মেধা পাচার যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে জানান তিনি।
এনএম/এসএসএইচ