সদস্য আনোয়ার হোসেন
ইউজিসিতে এখনো ফ্যাসিজমের লোকজন বহাল তবিয়তে রয়েছেন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, একনায়কতন্ত্র ও ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আবরার ফাহাদ, আবু সাঈদসহ ১৫০০ ছাত্র জনতার রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেলেও ইউজিসিতে এখনো ফ্যাসিজমের দোসররা বহাল তবিয়তে আছেন। তাদের কারণে বিগত সরকারের হাতে নির্যাতিত ও নিপীড়িত কর্মকর্তাদের সামনে বা মূল পদে আনতে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকতে ইউজিসিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা প্রতিকূলতার মুখে পড়তে হতে পারে।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি নিয়ে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে সনদ সত্যায়ন শীর্ষক এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ইউজিসির এই সদস্য বলেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ছাত্রদের ঐক্যবদ্ধ স্পিরিট। সেজন্য জুলাই স্পিরিটের সঙ্গে যার আদর্শিক মিল আছে এমন ব্যক্তিদের কমিশনে পদায়ন করতে সরকারের কাছে অনুরোধ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।
আরও পড়ুন
আনোয়ার হোসেন বলেন, এটা করতে ব্যর্থ হলে দেশের পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আবার ফ্যাসিজমের লোকজন বহাল থাকতে পারে এবং নতুন নতুন ষড়যন্ত্র করতে পারে, এতে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে অস্থিরতা বাড়তে পারে। তাই ইউজিসিকে ঢেলে সাজাতে হবে।
তিনি বলেন, যারা বঞ্চিত তাদের মেইনস্ট্রিমে আনা যাচ্ছে না। এ ব্যাপারে গঠিত কমিটি কাজ শুরু করেছে, কমিটির কাজ শেষ হলে ইউজিসি সুন্দরভাবে পরিচালিত হবে বলে মনে করেন এই অধ্যাপক।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। ইউজিসির আইএমসিটি পরিচালক মো. ওমর ফারুখ এতে সভাপতিত্ব করেন।
এনএম/এসএসএইচ