দেশের আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার। অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি)। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন অধ্যাপক মো. রেজাউল করিম। উপাচার্য পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও। 

বুধবার (১৮ সেপ্টেম্ব) শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন ছয় উপাচার্যের চারজনকে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া মুহাম্মদ ইয়াহইয়া আখতার একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাকে ‘সাময়িকভাবে’ উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া মো. রেজাউল করিম একই বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। 

শাবিপ্রবিতে নিয়োগ পাওয়া এএম সরওয়ারউদ্দিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শওকত আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আকন্দকে। আর কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। 

এর আগে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

জেডএস