শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিন (১০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে পরীক্ষার সময়সূচি পরিবর্তনেরও দাবি জানানো হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ক্ষোভ ও দাবি জানানো হয়। 

এতে সম্মত জানিয়েছেন পরিষদের সভাপতি সাবেক সাংসদ মি. উষাতন তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক ও মি. নির্মল রোজারিও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ১ম বর্ষের পরীক্ষার এ সময়সূচি নির্ধারণ বৈষম্যবিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনের পরিপন্থি। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের লক্ষে পরীক্ষার তারিখ প্রত্যাহার করে অনতিবিলম্বে নতুন তারিখ নির্ধারণের জোর দাবি জানানো হচ্ছে।

/এমএইচএন/এমএসএ