এবার পদত্যাগ করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। সরকারের পট পরিবর্তনের পর এক বছরের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠালেও বিষটি বুধবার (৪ সেপ্টেম্বর) সামনে এসেছে।

ইউজিসির একজন সচিব নাম না প্রকাশের শর্তে বলেন, পদত্যাগে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

এনএম/কেএ