চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের দাবি কার্যকর করার আশ্বাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা৷ তবে, এ বিষয়ে লিখিত প্রজ্ঞাপনের দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে স্লোগান দেন তারা।

এর আগে, বিকেল চারটার দিকে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এতে শিক্ষাসচিব অবরুদ্ধ হয়ে পড়েন।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে এখনো সচিবালয়ে এখনো অবস্থান করছেন শিক্ষার্থীরা। এতে করে সচিবালয়ের কর্মঘণ্টা শেষ হয়ে গেলেও ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। 

এমএম/কেএ