জাতীয়করণ হওয়া সব কলেজের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
একাদশ থেকে স্নাতক পর্যায়ে সদ্য জাতীয়করণ হওয়া সব সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে।
সোমবার (২৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ হতে স্নাতক পর্যায়ের সব সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত কলেজসহ) ২০২০-২০২৪ অর্থ বছরের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দিতে হবে। অর্থ জমা দিয়ে সেই তথ্য (সফট কপিসহ NikoshBAN ফন্টে Word Document হিসেবে ই-মেইলে (ddgovtcollege@gmail.com) আগামী ৫ কর্মদিবসের মধ্যে জরুরিভিত্তিতে পাঠাতে হবে।
এর আগে ১৫ মে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ দেওয়া হয়।
এনএম/পিএইচ