তীব্র তাপপ্রবাহের পর অবশেষে শনিবার খুলছে দেশের মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। আর রোববার থেকে খুলছে প্রাথমিক স্কুল। তবে যেসব জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকবে সেসব জেলায় শনিবার স্কুল বন্ধ থাকতে পারে। এমন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের তাপপ্রবাহ কিছুটা কমেছে। সিলেটসহ বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনের তথ্যানুযায়ী সামনে আরও কমতে পারে তাপমাত্রা। সে হিসেবে শনিবার থেকে মাধ্যমিক স্কুল খুলবে। তবে যেসব জেলার তাপমাত্রা ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়ামের বেশি থাকবে সেসব জেলায় শনিবার স্কুল নাও খুলতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানান, তীব্র তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে যথারীতি ক্লাস শুরু হচ্ছে।

এর আগে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং গরমের কারণে এক সপ্তাহ ছুটি মিলিয়ে মোট এক মাস তিনদিন পর গত রোববার শিক্ষা কার্যক্রমে ফেরে দেশের শিক্ষাঙ্গণ। একদিন খোলা রেখে সোমবার থেকে ফের বন্ধ হয় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। তবে এদিন খোলা থাকে প্রাথমিক স্কুল। কিন্তু তীব্র তাপপ্রবাহে হাইকোর্টের নির্দেশনা মেনে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উভয় স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, শিখন ঘাটতি পূরণের জন্য আগামী ৪ মে থেকে মাধ্যমিক পর্যায়ে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু থাকবে।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়। এর একদিন আগে ২৫ মার্চ কলেজগুলো বন্ধ হয়েছিল। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ছুটি শুরু হয়েছিল ২২ মার্চ। পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে গত ২১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ।

এনএম/এমজে