শিক্ষা বোর্ড সচিবের ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমানের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়।
আরও পড়ুন
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিবের ছেলের জিপিএ-৫ পাওয়া ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠে— নিজের ছেলে জিপিএ-৫ না পেলেও তাকে জিপিএ-৫ পাইয়ে দিতে সচিব নারায়ণ চন্দ্রনাথ ফলাফল কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন।
তার বিরুদ্ধে ২০২১ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলে অসঙ্গতি, গোপনীয়তা রক্ষা করতে না পারা, তদন্ত কমিটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো ও ফলাফল কার্যক্রমে চরম দায়িত্বে অবহেলার অভিযোগের প্রমাণ পায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পরে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও উল্টো পদোন্নতি পেয়ে তিনি হয়েছেন বোর্ড সচিব।
অভিযোগকারী ড. মাহফুজুর রহমান বলেন, তার (নারায়ণ চন্দ্র নাথ) ছেলের ফলাফল নিয়ে অসংগতি ও বিভিন্ন অভিযোগ নিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কোনো অনিয়ম হলে তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথকে কল দিলেও সাড়া মেলেনি। পরে হোয়াটসঅ্যাপে তদন্তের নোটিশটি পাঠিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে ব্যস্ত আছেন বলে জানান।
আরএমএন/এমজে