নতুন শিক্ষাক্রমের ৮ম ও ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপজেলা পর্যায়ে ৫ দিনব্যাপী প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ নিতে ইচ্ছুক শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৪ মার্চ) মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত নির্দেশনা সব জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। যা আজ বুধবার (৬ মার্চ) মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের ৫ দিনব্যাপী ‘প্রোগ্রামিং অ্যান্ড নেটওয়ার্কিং' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সারা দেশের জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে শিগগির আয়োজনের পরিকল্পনা করা হয়েছ।

এই প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে যেসব শিক্ষক ইতঃপূর্বে ৩৬ ক্লাস্টারে ৮ম ও ৯ম শ্রেণির জন্য উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণে ‘ডিজিটাল প্রযুক্তি' বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তাদের তালিকা প্রয়োজন। একইসঙ্গে যারা প্রশিক্ষণ নিতে চান তাদের তালিকাও পাঠাতে বলা হয়েছে।

এ অবস্থায়, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সংযুক্ত ছক মোতাবেক উল্লিখিত তালিকা আগামী ২৮ মার্চের মধ্যে ইমেইলে প্রেরিত গুগল ফরমের লিংকে পাঠানোর অনুরোধ করা হলো।

এনএম/পিএইচ