এসএসসি ও সমমানের চতুর্থ দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সারা দেশে ১২৮ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ২ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এদিন সারা দেশে অনুপস্থিত ছিলেন ২১ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এসএসসির চতুর্থ দিনে বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৭৬ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ২ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় সারা দেশে ১০ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫৬ হাজার ৩৩১ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৪৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী।

এদিন ঢাকা বোর্ডের ১৮ জন, কুমিল্লা বোর্ডের ১৪ জন, যশোর বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ২০ জন, দিনাজপুর বোর্ডের ১৭ জন ও ময়মনসিংহ বোর্ডের ৬ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর শুধু  কুমিল্লা শিক্ষা বোর্ডের ২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৯৪৫ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৩১৯ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ১৩০ জন, যশোর বোর্ডের ১ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ১৪৫ জন, সিলেট বোর্ডের ৬৬৩ জন, বরিশাল বোর্ডের ৭০৩ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ২৪৬ জন ও ময়মনসিংহ বোর্ডের ৬৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দাখিলের গণিত পরীক্ষায় ৫২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩৯০ জন।

সারা দেশের ৭১৮টি কেন্দ্রে দাখিলের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৭২ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬১ হাজার ৯৪৩ জন।

এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ভোকেশনালের আরবি-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১২১ জন।

জানা গেছে, সারা দেশের ১১৩টি কেন্দ্রে দাখিল ভোকেশনালের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশ নেন ২ হাজার ১৯১ জন।

আগামী রোববার সকালে এসএসসির গণিত পরীক্ষা, দাখিলের বাংলা প্রথম পত্র ও এসএসসি ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

এনএম/পিএইচ