২০২৪ সালে শিক্ষক প্রশিক্ষণে সর্বাধিক গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, আমরা নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য- শিক্ষক প্রশিক্ষণকে সবার দোরগোড়ায় পৌঁছে দেব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গোটা শিক্ষা পরিবারকে পাল্টাতে পারলে বাংলাদেশ পাল্টে যাবে। দেশে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। দেশের বিজ্ঞজনকে সঙ্গে নিয়ে নতুন বছরে আমরা  দুর্বার গতিতে এগিয়ে যাব।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম ওয়েবিনারের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের তিনটি ব্যাচ যথাক্রমে ৩৩, ৩৪ ও ৩৫তম ব্যাচের ১২টি বিষয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য প্রশিক্ষণে সমাপনী বক্তব্যের শুরুতেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।

সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, আমরা কলেজগুলোকে এমনভাবে দক্ষ এবং সুযোগ-সুবিধা সম্বলিত করতে চাই যেন তারা নিজস্ব শক্তিতে বলীয়ান হয়। আমরা আগামী এক বছরে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি ৫ হাজার শিক্ষককে আইসিটি ও ৫ হাজার শিক্ষককে প্যাডাগোজি প্রশিক্ষণ দেব। 

নতুন এ কর্মযজ্ঞে সকলের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, ‘আমরা সম্মিলিত প্রচেষ্টায় নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, দক্ষ, উন্নত, সমৃদ্ধ ও বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলব।’

বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের এই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম গত ৪ ডিসেম্বর ২০২৩  থেকে শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৪৬৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ২৮দিনব্যাপী চলা প্রশিক্ষণের আজ ৩১ ডিসেম্বর ছিল সমাপনী দিন। এই সমাপনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) মোহাম্মদ খালেদ রহীম।

এনএম/এমএ