সবচেয়ে বেশি অকৃতকার্য মানবিকে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের গ্রুপভিত্তিক ফল অনুযায়ী সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগে।
প্রকাশিত ফলে দেখা যায়, মানবিক বিভাগে ২ লাখ ৮১ হাজার ৪৭১ জন ছাত্রের মধ্যে পাস করেছে ১ লাখ ৮৪ হাজার ৮৪৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৬৮ শতাংশ।
বিজ্ঞাপন
এ বিভাগে ৩ লাখ ৬১ হাজার ৬৫৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২ লাখ ৭০ হাজার ৪২০ জন। পাসের হার ৭৪ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ছাত্রের পাসের হার ৮৭ দশমিক ৪৩ শতাংশ, আর ছাত্রীর ৮৮ দশমিক ২৫ শতাংশ।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রের পাসের হার ৭২ দশমিক ৯১ শতাংশ এবং ছাত্রীর পাসের হার ৭৮ দশমিক ৬১ শতাংশ।
এসএইচআর/জেডএস