অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক‌টি সম‌ঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষ‌রিত হ‌য়ে‌ছে।

ক‌্যান‌বেরার স্থানীয় সময় বুধবার (১৫ ন‌ভেম্বর) অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ভার্চুয়া‌ল প্ল‌্যাটফ‌র্মে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমওইউ সই হয়।

ক‌্যান‌বেরার বাংলা‌দেশ হাইক‌মিশন বল‌ছে, এ সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা বিষয়ে ডিগ্রি প্রদান করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয় সম্পাদিত কর্মসূচি ও ডিগ্রির স্বীকৃতি প্রদান করবে। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে। 

স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে এ দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা, গবেষণা ও সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এনআই/এমজে