ডুয়েটের ভর্তি পরীক্ষা রোববার
রোববার শুরু হচ্ছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শনিবার সন্ধ্যায় এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে ডুয়েট কর্তৃপক্ষ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রোববার (২০ আগস্ট) ও সোমবার (২১ আগস্ট) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং , ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২০ আগস্ট)।
অন্যদিকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার (২১ আগস্ট)।
এনএম/এসকেডি