‘বিদেশি ভাষায় কথা বললেই স্মার্ট নাগরিক হওয়া যাবে না’
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের জীবনের সবকিছুই আজ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে জড়িত। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শুধু বিদেশি ভাষায় কথা বললেই স্মার্ট নাগরিক হওয়া যাবে না। সে-ই স্মার্ট নাগরিক হবে যে সৎ, মানবিক ও সৃজনশীল এবং যার পরমত সহনশীলতার সক্ষমতা আছে। এ ক্ষেত্রে নিজের ভাষা ও সাহিত্যকে জানতে হবে।
সোমবার (১৯ জুন) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের যে পথ দেখিয়েছিলেন সে পথে আমরা হাঁটতে পারিনি। কারণ ঘাতকরা তাকে শেষ করার পর এদেশের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে মুখস্থ নির্ভর শিক্ষা প্রক্রিয়ায় আবদ্ধ রেখেছে। এসবের মধ্যে দিয়ে তারা এ দেশকে পাকিস্তান বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরেই শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা সহ সবক্ষেত্রে উন্নত করছেন। দেশকে বিজ্ঞান এবং প্রযুক্তির শিখরে নিতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে পেরেছি। আমাদের পাশের দেশ থেকে পালিয়ে আসা অজস্র নাগরিককে আশ্রয় দিয়েছি। এমন উদাহরণ বিরল। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী হোক সৎ ও মানবিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাউশির মহাপরিচালক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এমএম/এসকেডি