৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর পর এবার ৯ম-১০ম শ্রেণির ইংরেজি ভার্সনের তিনটি বই সংশোধন করা হয়েছে। এ তিনটি বইয়ের সংশোধনী প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বইগুলো সংগ্রহ করার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সোমবার (১৭ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত পাঠ্যবই গুলো হলো, ৯ম-১০ম শ্রেণির ইংরেজি ভার্সনের হিস্টোরি অব বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস ও সিভিক্স অ্যান্ড সিটিজেনশিপ। 

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত কয়েকটি পাঠ্যপুস্তকের ভুলসমূহের সংশোধনী (ইংরেজি ভার্সনে) এনসিটিবির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সংযুক্ত সংশোধনী মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ওয়েবসাইটে আপলোডের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এনএম/ওএফ