এক শিফটে চলবে প্রাথমিক বিদ্যালয়
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান। তিনি জানান, আগামী বছরের শুরু থেকে এ নিয়ম কার্যকর করা হবে।
রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
বিজ্ঞাপন
সচিব বলেন, দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনার পরিকল্পনা করছি। আগামী বছরের জানুয়ারি থেকে এটা কার্যকর করতে পারব।
আরও পড়ুন : মাধ্যমিকে বিজ্ঞান শিক্ষা : সংকট ও করণীয়
সারা দেশে একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে গণশিক্ষা সচিব বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু করা হবে।
এসকেডি