নর্থ সাউথ ক্যাম্পাসেও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর থেকেই চলছে সমালোচনা। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে, তাদের ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি চলবে না। এবার সেই তালিকায় যুক্ত হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ছাত্ররাজনীতির বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ তাজমীন এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) অবস্থান সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন। এনএসইউ বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবময় ইতিহাসকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকৃতি দেয় এবং এর দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে, পাঠ্য ক্রমিক, সহ-পাঠ্য-ক্রমিক এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে সহনশীলতা, সম্মান, খোলামেলা এবং অন্তর্ভুক্তির মূল্যবোধকে উদ্বুদ্ধ করে।
আরও বলা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক, অ-জাতিগত এবং অলাভজনক প্রতিষ্ঠান। একটি বিশ্বমানের শিক্ষাদান ও শিক্ষা ও গবেষণা সংস্থা হতে চায়, যা ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেয় না। তবে এনএসইউ পরিবারের সদস্যরা অবশ্যই ক্যাম্পাসের বাইরে তাদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে স্বাধীন।
এনএসইউ-এর নাম ও লোগোর পাশাপাশি এর প্রাঙ্গণ ও সম্পত্তি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
এএজে/এসকেডি