এমপিওভুক্ত শিক্ষকদের জুলাই মাসের বেতন ছাড়
বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
আজ মঙ্গলবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
• আরও পড়ুন : প্রতারণার বিষয়ে সতর্ক করল মাউশি
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখায় হস্তান্তর করা হয়েছে।
• আরও পড়ুন : পদ ও বেতন গ্রেড নিয়ে মাউশি ডিজির আক্ষেপ
প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। আগামী ৮ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধান সব শিক্ষকের সই নিয়ে এমপিও শিট জমা দেবেন। এরপর শিক্ষকরা বেতন তুলতে পারবেন।
এএজে/এনএফ