এমপিওভুক্তির দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন সদ্য নিয়োগ পাওয়া কারিগরি শিক্ষকরা। মহাপরিচালক তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২২ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকরা এক হয়ে এ কর্মসূচি পালন করেন। সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানান, পাঁচ মাস আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে এক হাজার ৫০০ জন সুপারিশপ্রাপ্ত হন। সব প্রক্রিয়া শেষ করে গত ফেব্রুয়ারি মাসে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৭০০ শিক্ষক এমপিওভুক্তির জন্য আবেদন করেন। তবে একজনেরও এমপিও হয়নি। এ অবস্থায় চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

তারা জানান, এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষকরা সমবেত হয়ে মানববন্ধন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি প্রদান করা হলেও তাতে সাড়া মেলেনি। সে কারণে বাধ্য হয়ে শিক্ষকরা অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন পালন করেছেন।

শিক্ষক নেতারা আরও জানান, বুধবার বিকেলে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পাঁচজন শিক্ষককে ডেকে নিয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে কারিগরি অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ন্যূনতম ৫০০ জনকে ঈদের আগে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

এ ছাড়াও আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এনটিআরসিএর নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকের এমপিওভুক্তির কার্যক্রম শেষ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন মহাপরিচালক। তার আশ্বাসে শিক্ষকরা আন্দোলন স্থগিত করেছেন।

এএজে/আরএইচ