এক মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি না হলে কঠোর কর্মসূচি
দ্রুত সময়ের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের দাবিতে মানববন্ধন করেছেন প্রার্থীরা। ‘১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।
সোমবার (২০ জুন) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে প্রার্থীরা আগামী এক মাসের মধ্যে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। মানববন্ধন শেষে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর পার হয়ে গেলেও এখনও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি। আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় চরম হতাশার মধ্যে জীবনযাপন করছেন প্রার্থীরা।
তারা বলেন, আমাদের দাবি একটাই, আগামী এক মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করতে হবে। যদি এই দাবি না মানা হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
এ সময় তারা তিনটি দাবি পেশ করেন ৷ দাবিগুলো হলো,
১. এক মাসের মধ্যে ১৭তম নিবন্ধনের প্রিলি পরীক্ষা নিতে হবে এবং জুন মাসেই পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে।
২. এনটিআরসিএর জায়গার সংকট দূর করতে নতুন টেন্ডার দিতে হবে।
৩. সিস্টেম অ্যানালিস্ট না থাকলে চুক্তিভিত্তিক কাউকে নিয়োগ দিতে হবে।
কর্মসূচিতে মানববন্ধন আয়োজক কমিটির প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, উপদেষ্টা মোশাররফ হোসেন রুবেল, অভি খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এএজে/এসকেডি