সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা নেওয়ার কমিটি সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নির্বাচন কমিটির ১২৬তম সভার সুপারিশ মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১০ সালের ২৭ জানুয়ারি তারিখের জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনপূর্বক জেলা পর্যায়ে ইন্টারভিউ বোর্ডের (খ) নং সদস্য হিসেবে জেলার একজন বিদ্বান, বিদ্যোৎসাহী, অবসরপ্রাপ্ত শিক্ষকের (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মনোনীত) পরিবর্তে জেলা সদরের পিটিআই, সুপারিনটেনডেন্টকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

এ আদেশ জনস্বার্থে জারি হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এএজে/আইএসএইচ