শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা এসব শাখা থেকে বেতনভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
এর আগে গতকাল শিক্ষক-কর্মচারীদের ঈদ ভাতার চেক ছাড় হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উৎসব ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
এএজে/এমএইচএস