দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেডিকেলের মতো এই পরীক্ষায়ও ভর্তির যোগ্যতায় মেয়েরা ছেলেদের তুলনায় বেশি এগিয়ে রয়েছে।

ছেলেদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯১ দশমিক ৭৫। তার বিপরীতে মেয়েদের মধ্যে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন দেশ সেরা নাসরিন সুলতানা ইভা। তিনি ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ পেয়েছেন। তার মোট প্রাপ্ত নম্বর ২৯৪ দশমিক ২৫।

রোববার (২৪ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এবারের পরীক্ষায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৩ হাজার ৮২জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

ছেলেদের পাসের হার ৩৪ দশমিক ৯০ শতাংশ যা সংখ্যার হিসাবে ১৩ হাজার ৭৪৯ জন। আর মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ, সংখ্যার হিসাবে ২৫ হাজার ৬৪৬জন।

সরকারি ডেন্টাল কলেজে ছেলেদের জন্য ২৫৭টি আর মেয়েদের ২৮৮টি আসন রয়েছে।

এমআই/এমএইচএস