কারিকুলাম বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তারাও নজরদারিতে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা সঠিক পন্থায় পাঠদান করছেন কি না সেটি নজরদারি করা হবে।
শনিবার (১২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নতুন কারিকুলামের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জুমে যুক্ত হন।
বিজ্ঞাপন
উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কারিকুলাম তৈরি করার চেয়ে বাস্তবায়ন করাটা বেশি কঠিন। নিয়মিত সেটি মনিটরিং আপনাদের করতে হবে। নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন কি না, তার ওপর গুরুত্ব দিতে হবে। সেখানে কী ঘটছে তার নিয়মিত তথ্য আমাদের জানাতে হবে।
এর আগে সকাল ৯টা থেকে পাইলটিং চালু হওয়া জেলা ও উপজেলা কর্মকর্তাদের নিয়ে এনসিটিবিতে একটি কর্মশালা হয়। সেখানে চারটি সেশনে নতুন কারিকুলামের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। তার মধ্যে নতুন সিলেবাস আর পুরোনো সিলেবাসে পার্থক্য, আগের ও নতুন শিক্ষাক্রমে পরিবর্তন, হাতে-কলমে শেখার কৌশল, শিক্ষার্থীদের গাইড নির্ভর না হওয়াসহ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা করা হয়।
এ বিষয়ে কর্মশালায় উপস্থিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল ঢাকা পোস্টকে বলেন, যেসব উপজেলায় ৬ষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হয়েছে, সেখানে শিক্ষকেরা কীভাবে শিক্ষক নির্দেশিকা বাস্তবায়ন করবে, কার্যক্রম কীভাবে মনিটরিং করবে তার ধারণা দেওয়া হয়েছে। এছাড়া পুরোনো ও নতুন কারিকুলাম কীভাবে বাস্তবায়ন হবে তা নিবিড়ভাবে শেখানো হয়েছে।
কর্মশালায় উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ছাড়া ২০৪১ সালের উন্নত দেশ বাস্তবায়ন সম্ভব না। আমাদের পাইলটিং শুরু হয়েছে। সেটাকে নিবিড়ভাবে আপনাদের পর্যবেক্ষণ করতে হবে। আপনারা কে কি করছেন সেটি মনিটরিং করা হবে। যার যা দায়িত্ব তা পালন করছেন কি না তাও দেখা হবে। জেলা-উপজেলায় যাদের বিরুদ্ধে অভিযোগের খবর আসছে আমরা তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি।
কর্মশালায় এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান, এনসিটিবি সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
এএজে/জেডএস