ডমিনেজ স্টিল লিমিটেডের বোনাস শেয়ার ছাড়ার প্রস্তাব বাতিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, কোম্পানিটি ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায়ও প্রস্তাবটি অনুমোদন করা হয়।

তবে নিয়ম অনুসারে শেয়ার ছাড়ার আগে বিএসইসির অনুমোদন নিতে হয়। সেই প্রস্তাব অনুসারে ঘোষিত ৫ শতাংশ বোনাস শেয়ার ছাড়ার আগে চূড়ান্ত অনুমোদনের জন্য বিএসইসিতে আবেদন করেছে কোম্পানিটি। তবে কমিশন তাদের আবেদন বাতিল করেছে।

২০২০ সালে তালিকাভুক্ত কোম্পানিটির সমাপ্ত বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ১৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ২৭ টাকা।

এদিকে বোনাস শেয়ার অনুমোদন না হওয়ায় কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

এমআই/জেডএস