চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ‍মুনাফা বেড়েছে প্রায় পাঁচগুণ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সালে সোনালী পেপারের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। যা আগের অর্থবছর একই সময়ে মুনাফা ছিল ১ টাকা ২০ পয়সা।

অর্থাৎ আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৪ টাকা ৯৩ পয়সা। যা শতাংশের হিসেবে বেড়েছে ৪১০ শতাংশ।

কোম্পানিটির চলতি বছরের দুই প্রান্তিক অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দেখিয়েছে ১১ টাকা ৬৭ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে মুনাফা ছিল মাত্র ১ টাকা ৭২ পয়সা। অর্থাৎ ইপিএস বা মুনাফা বেড়েছে ৯ টাকা ৯৫ পয়সা।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৬ টাকা ৯৫ পয়সা।

এমআই/আইএসএইচ