আরও ১৫ টাকা করে লভ্যাংশ দেবে বিএটিবিসি
শেয়ারহোল্ডারদের শতকরা ১৫ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি)।
বুধবার (৯ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। অন্তর্বর্তী লভ্যাংশসহ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সাড়ে ২৭ টাকা করে নগদ লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬০০ শতাংশ নগদ (অর্থাৎ, শেয়ারপ্রতি ৬০ টাকা করে) এবং ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানির সচিব আজিজুর রহমান। তিনি ঢাকা পোস্টকে বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২০ সালে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০ টাকা ১৬ পয়সা। অর্থাৎ, গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে সাড়ে ৭ টাকা।
তিনি বলেন, শেয়ারপ্রতি ২৭ টাকা ৭২ পয়সা মুনাফার মধ্য থেকে শেয়ারহোল্ডারদের ২৭ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দেওয়া হচ্ছে। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় হবে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ১৩ পয়সা।
কোম্পানির তথ্য মতে, ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১২৫ শতাংশ এবং নতুন করে আরও ১৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ২৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। তার জন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ।
এমআই/এইচকে