প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডকে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩১০ কোটি ৭৫ লাখ  টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

আজ মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১১তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের সভায় প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডর ৩১০ কোটি টাকার ফুললি রিডেমেবল, নন-কনভার্টিবল, নন-পার্টিসিপেন্টিং,কিউমেলেটিভ প্রিফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করার সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকা সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। মেয়াদ হবে ৫ বছর। ৭৫ কোটি টাকা শেয়ারহোল্ডার/ পরিচালকদের কাছ থেকে ইস্যু করা হবে, মেয়াদ হবে ১২ বছর।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা প্রেফারেন্স শেয়ারের লভ্যাংশের হার ৬ দশমিক ২৬ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ এবং শেয়ারহোল্ডার পরিচালকদের নিকট ইস্যু করা শেয়ারের লভ্যাংশ হবে শূন্য শতাংশ। এই প্রেফারেন্স শেয়ারের অভিহিত মূল্য ২৫ লাখ টাকা।

এমআই/এনএফ