ইউনিটহোল্ডাদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ট্রাস্টি কমিটি গত বছরের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, গত বছরে এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে এক টাকা ৪০ পয়সা। সেখান থেকে ইউনিটহোল্ডারদের এক টাকা ২০ পয়সা লভ্যাংশ দেওয়া হবে। বাকি ২০ পয়সা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করা হবে।

ট্রাস্টি ঘোষিত লভ্যাংশ ইউনিটহোল্ডারদের মাঝে বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ মার্চ। যারা এই মুনাফা পেতে চান তাদের আগামী ১ মার্চ এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট থাকতে হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৩ পয়সা।

এমআই/আইএসএইচ