গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে ৯ হাজার ৪৯২টি। 

শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিডিবিএলের তথ্য মতে, চলতি বছরের প্রথম লেনদেন হয় ২ জানুয়ারি। ওই দিন বিও হিসাবের সংখ্যা ছিল ২০ লাখ ৩৪ হাজার ৫৩৯টি। সেখান থেকে বিও হিসাব ৯ হাজার ৪৯২টি বেড়ে ২ ফেব্রুয়ারি দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৩১টিতে।

পুঁজিবাজারে দুই ধরনের বিনিয়োগকারীদের মধ্যে ২ জানুয়ারি দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৩২ হাজার ৮২৬টি। আর বিদেশি বিনিয়োগকারীদের বিওর সংখ্যা ছিল ৮৬ হাজার ৩৬১টি। এছাড়া ১৫ হাজার ৩৫২টি কোম্পানির বিও হিসাব ছিল।

এক মাস পর অর্থাৎ ২ ফেব্রুয়ারি দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩১০টি। তবে এ সময়ে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৮৪ হাজার ১৯৫টিতে। আর কোম্পানির বিও হিসাব কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫২৬টিতে।

এমআই/জেডএস